ফিরছেন শুভাংশু, অপেক্ষায় গোটা দেশ

স্পেস এক্স-এর অবতরণ প্রক্রিয়া সফল হতেই উচ্ছ্বাসা প্রকাশ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।  

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shubhanshu-shukla_648511f4efc9001473226495b1ee3067

File Picture

নিজস্ব সংবাদদাতা: স্পেস স্টেশন থেকে ইতিমধ্যেই আনডকিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মহাকাশযান ড্রাগনের। ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছেন শুভাংশু শুক্লারা। স্পেস এক্স-এর অবতরণ প্রক্রিয়া সফল হতেই উচ্ছ্বাসা প্রকাশ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। 

বিজ্ঞান ও প্রযুক্তি ও মহাকাশ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), জিতেন্দ্র সিং টুইট করে এদিন বলেন, “শুভাংশুকে আবার স্বাগত জানাই। Axiom 4 সফলভাবে অবতরণ করার পর পুরো দেশের মানুষ আপনার দেশে ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যখন আপনি আপনার প্রত্যাবর্তন যাত্রা শুরু করবেন, তার অপেক্ষায় আমরা থাকবো”।

Jitendra Singhwe.jpg