BREAKING: পাকিস্তানকে আবার গ্রে লিস্টে রাখা হোক ! এবার বড় দাবি তুললেন শিব সেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে

কি বললেন শিব সেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে ?

author-image
Debjit Biswas
New Update
shinde

নিজস্ব সংবাদদাতা : এবার ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে বিদেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ফের এক বড় দাবি তুললেন শিব সেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে। তিনি বলেন,''পাকিস্তান অনেক দিন ধরেই আইএমএফ (IMF) থেকে অর্থ সাহায্য পেয়ে চলেছে। এটি সেই দেশ, যে  দেশটিকে এর আগে FATF-এর গ্রে লিস্টেও রাখা হয়েছিল।” এরপর তিনি বলেন,''এইবারও ভারত অনুরোধ করছে যাতে পাকিস্তানকে আবার গ্রে লিস্টে রাখা হয়, কারণ সব জঙ্গি সংগঠন এখানেই গড়ে ওঠে এবং এই দেশটির সহায়তায় তারা সক্রিয় থাকে।”

shinde