BREAKING : ধর্মীয় পর্যটনে বাজিমাত করবে ওড়িশা ! পুরীতে ‘শ্রী জগন্নাথ এয়ারপোর্ট’-এর অনুমোদন দিল কেন্দ্র

ধর্মীয় পর্যটনে এবার বাজিমাত করবে ওড়িশা। দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Mohan Charan Majhiq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবে, পুরীতে নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য নীতিগত অনুমোদন দিল কেন্দ্র সরকার। এই বিষয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতরের (CMO) তরফে জানানো হয়েছে যে, ''এই বিমানবন্দরটির নাম হবে ‘শ্রী জগন্নাথ এয়ারপোর্ট’ এবং এটি ১,১৬৪ একর জমিতে নির্মিত হবে। এই বিমানবন্দরের জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৫,৬৩১ কোটি টাকা।''

ODISHA CMO

এই প্রকল্প তিনটি ধাপে নির্মিত হবে এবং এই প্রকল্প সম্পূর্ণ হলে, বছরে প্রায় ৪৬ লক্ষ যাত্রী এই বিমানবন্দরের মাধ্যমে পরিবহণ করতে পারবেন। এই বিষয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী কার্যালয় জানিয়েছে, ''এই বিমানবন্দর পুরীতে ধর্মীয় পর্যটনকে এক নতুন মাত্রা দেবে।''