পর পর গুলি! কেঁপে উঠলো দিল্লি! শুরু তদন্ত

ফের দোকান লক্ষ্য করে গুলি! তবে কি ডাকাতির ছক নাকি নেপথ্যে পুরনো শত্রুতা? রাজধানীর ঘটনায় তদন্ত শুরু পুলিশের। পলাতক দুষ্কৃতীরা।

author-image
Pallabi Sanyal
19 Sep 2023
shoot

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : একের পর এক গুলিতে কেঁপে উঠলো রাজধানী দিল্লি। গুলি চলে পূর্ব দিল্লির নিউ উসমানপুরে একটি দোকানে। অজ্ঞাতল পরিচয়ের তিন দুষ্কৃতী দোকানে গুলি চালায় বলে খবর। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন দুষ্কৃতী মাটরসাইকেলে করে এসেছিল। দুটো গুলি ছোঁড়া হয় দোকানে। আরেকটি গুলি ছোঁড়া হল শূন্যে। পুলিশ যাওয়ার আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শণাক্ত করার কাজ চলছে। ১৮ সেপ্টেম্বর রাত পৌমে ১০টা নাগাদ পুলিশের কাছে একটি ফোন আসে। তখনই তারা ছুটে যায়