New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: এবার ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশির। মূলত বাঁ হাতের আঙুলে ফ্র্যাকচারের কারণেই তাঁকে এই সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)। আজ এক বিবৃতিতে ইসিবি (ECB) জানায়,"শোয়েব বশির বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন এবং এই সপ্তাহেই তাঁর অস্ত্রোপচার করার প্রয়োজন হবে। সেই কারণেই ভারতের বিপক্ষে বাকি দুই টেস্টে তিনি আর খেলতে পারবেন না।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/uCblMRQUN4fS3CXqmqjW.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us