নিজস্ব সংবাদদাতা : এবার ইন্দাস জলচুক্তি স্থগিত হওয়ার বিষয়ে এক বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন,''আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ এই ইন্দাস জলচুক্তি স্থগিত করে, ইতিহাসের এক অন্যায়কে শেষ করার জন্য। ১৯৬০ সালে জওহরলাল নেহরুর নেতৃত্বে স্বাক্ষরিত হওয়া এই চুক্তির ফলে ইন্দাস নদীর জল ৮০ শতাংশ জল পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়েছিল। ভারতীয় কৃষকদের জন্য এই চুক্তি আসলে একটি অন্যায়। তাছাড়া আমরা তো জল ও অর্থ দিয়েছি, তার বদলে পাকিস্তান আমাদের কী দিয়েছে ?”
/anm-bengali/media/media_files/4W0euCjlvpmuEkSWVWRp.jpg)
BREAKING: ইতিহাসের অন্যায় শেষ হয়েছে ! ইন্দাস জলচুক্তি প্রসঙ্গে বড় মন্তব্য করলেন শিবরাজ সিং চৌহান
কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ?
নিজস্ব সংবাদদাতা : এবার ইন্দাস জলচুক্তি স্থগিত হওয়ার বিষয়ে এক বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন,''আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ এই ইন্দাস জলচুক্তি স্থগিত করে, ইতিহাসের এক অন্যায়কে শেষ করার জন্য। ১৯৬০ সালে জওহরলাল নেহরুর নেতৃত্বে স্বাক্ষরিত হওয়া এই চুক্তির ফলে ইন্দাস নদীর জল ৮০ শতাংশ জল পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়েছিল। ভারতীয় কৃষকদের জন্য এই চুক্তি আসলে একটি অন্যায়। তাছাড়া আমরা তো জল ও অর্থ দিয়েছি, তার বদলে পাকিস্তান আমাদের কী দিয়েছে ?”