BREAKING: বিশ্বের ‘ফুড বাস্কেট’ হয়ে উঠবে ভারত ! বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান

কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ?

author-image
Debjit Biswas
New Update
shivraj singh chouhan1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার কৃষকদের ধন্যবাদ জানিয়ে,ভারতে কৃষির অগ্রগতি সম্পর্কে এক বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন,''গত বছরের তুলনায় এ বছর ভারত ২৭০ লক্ষ টন বেশি ফসল উৎপাদন করেছে। এই বিষয়ে আমি আমাদের পরিশ্রমী কৃষকদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এটা একটি রেকর্ড। তবে আমাদের লক্ষ্য হলো আরও বেশি ফসল উৎপাদন করে ভারতকে বিশ্বের ‘ফুড বাস্কেট’ হিসেবে গড়ে তোলা।”

shivraj singhj1.jpg