নিজস্ব সংবাদদাতা : ‘উন্নত কৃষি সংকল্প অভিযান’-এ আজ দিল্লির টিগিপুর গ্রামে অনুষ্ঠিত ‘কিষাণ চৌপাল’-এ কৃষকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এখানে কৃষকদের উদ্দেশে তিনি বলেন,“কৃষকদের সেবা আমার কাছে ঈশ্বর সেবার সমান। তাই আমি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলছি, তাদের অভাব-অভিযোগ শুনছি।” এছাড়াও তিনি দাবি করেন যে,“কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।”
/anm-bengali/media/media_files/cVJhQkp4v1CoWtwRd0tF.jpg)
BREAKING: কৃষকের সেবা ঈশ্বর সেবার সমান ! কৃষকদের নিয়ে বড় মন্তব্য করলেন শিবরাজ সিং চৌহান
কি বললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ?
নিজস্ব সংবাদদাতা : ‘উন্নত কৃষি সংকল্প অভিযান’-এ আজ দিল্লির টিগিপুর গ্রামে অনুষ্ঠিত ‘কিষাণ চৌপাল’-এ কৃষকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এখানে কৃষকদের উদ্দেশে তিনি বলেন,“কৃষকদের সেবা আমার কাছে ঈশ্বর সেবার সমান। তাই আমি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলছি, তাদের অভাব-অভিযোগ শুনছি।” এছাড়াও তিনি দাবি করেন যে,“কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।”