/anm-bengali/media/media_files/WsRAiJirerN3OG3ZqzSD.webp)
নিজস্ব সংবাদদাতা : কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন ? সিদ্দারামাইয়া নিজেই মুখ্যমন্ত্রী পদে থাকবেন নাকি তাকে সরিয়ে শিবকুমার নিজে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন, এই সমস্ত কিছু নিয়েই বিগত বেশকিছু দিন ধরে সরগরম হয়ে উঠেছিল কর্ণাটকের রাজনীতি। শিবকুমার আর সিদ্দারামাইয়ার মধ্যেকার এই ঝঞ্ঝাট একসময় এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সরাসরি কংগ্রেসের হাইকমান্ডকে মাঠে নামতে হয়েছিল যাবতীয় ঝগড়ার নিরসন করার জন্য।
অনেকেই মনে করেছিলেন যে কংগ্রেস হাইকমান্ড যতই এই বিষয়টিকে সাধারণ ভাবে নেওয়ার ভাব দেখাক না কেন আদপেই এই ঝামেলাটি সুদূরপ্রসারী হতে চলেছে। যেকোনও মুহূর্তেই কর্নাটকে যে ক্ষমতার হস্তান্তর হতে পারে সেই বিষয়েও প্রায় নিশ্চিত হয়ে উঠেছিলেন অনেকেই। অনেকে আবার এটাও ধরে নিয়েছিলেন যে কংগ্রেসের এই দুই মহারথীর মধ্যেকার ঝামেলাকে কাজে লাগিয়েই কর্নাটকে অপারেশন লোটাস শুরু করতে পারে বিজেপি। কিন্তু নিজের একটি মাত্র টুইট বার্তার মাধ্যমেই এবার এই সমস্ত কিছু জল্পনার অবসান ঘটালেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/ye3gs17ycRAzNPkuRclg.jpeg)
আজ একটি টুইট বার্তায় কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানিয়েছেন যে,''আমি আর সিদ্দারামাইয়া একসাথে একটি টিমের মতো কাজ করবো। আমি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইকে আগামীকাল ব্রেকফাস্ট করার জন্য আমন্ত্রণ জানিয়েছি। এই সময়েই আমরা কর্ণাটকের মানুষকে যে যে প্রতিশ্রুতি গুলি করেছিলাম সেগুলিকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিভাবে বাস্তবায়িত করা যায় সেই বিষয়েও আলোচনা করে নেব।''
অর্থাৎ নিজের এই টুইটের মাধ্যমেই শিবকুমার এটা স্পষ্ট করে দিলেন যে তিনি আর সিদ্দারামাইয়া একসাথেই কাজ করবেন। কাজেই কর্নাটকে ক্ষমতার হস্তান্তর বা সরকারের পতন এই মুহূর্তে কোনও ভাবেই ঘটছে না।
Karnataka Deputy CM DK Shivakumar tweets, "Me and the CM continue to work together as a team. I have invited the CM for breakfast tomorrow to discuss and strengthen our collective efforts to deliver on our promises to Karnataka." pic.twitter.com/102QXawbtG
— ANI (@ANI) December 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us