এনডিএ-তে তিন 'বাবু', শপথ গ্রহণ করুক মোদী! মজা নিচ্ছে ইন্ডিয়া জোট

এনডিএ জোটকে নিয়ে বড় মন্তব্য করলেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত।

author-image
Aniruddha Chakraborty
New Update
Sanjay Raut

file pic

নিজস্ব সংবাদদাতাঃ শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বলছেন, "এনডিএ-তে কে আছেন, নীতীশবাবু, চন্দ্রবাবু, দুই 'বাবু' রয়েছেন। আছে চিরাগ বাবু, 'দেখ লেঙ্গে'। মানুষ বিজেপির সংখ্যাগরিষ্ঠতা কেড়ে নিয়ে তাদের ২৩২ এ দাঁড় করিয়েছে। তারা 'জোড় তোড় ওয়ালি সরকার' গঠনের চেষ্টা করছে। ওরা করুক, গণতন্ত্রে এমন চেষ্টা করা হয়। তারা শপথ করুক, যদি তাদের সংখ্যা থাকে তবে তারা যাবে। আমরা দেখতে থাকব, আমরা বিনোদন পাচ্ছি, আমরা কেন আমাদের বিনোদন ছেড়ে দেব?" 

ক;লজবভ

Add 1