Big Update: দেশের এজেন্সি হয়ে উঠেছে মোদী-শাহের প্রাইভেট এজেন্সি! ফাঁস করলেন নেতা

জেএমএম নেতা হেমন্ত সোরেনের জামিন প্রসঙ্গে আজ শিবসেনা নেতা সঞ্জয় রাউত বিশেষ মন্তব্য করেছেন।

author-image
Probha Rani Das
New Update
sanjay rout edit.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ জেএমএম নেতা হেমন্ত সোরেনের জামিন প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, “ইডি-সিবিআই ১০ বছরে গ্রেপ্তার হওয়া সমস্ত রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনও প্রমাণ পায়নি। আমি এর একটি উদাহরণ।

sanjay raoatt.jpg

তিনি আরও বলেন, “অনিল দেশমুখের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই, কেজরিওয়ালজি ধরা পড়েছেন, আদালত বলেছে যে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেইতাঁকে হেনস্থা করা হচ্ছে। একই কথা বলা হয়েছে হেমন্ত সোরেনের ক্ষেত্রেও। দেশের এজেন্সি হয়ে উঠেছে মোদী-শাহের প্রাইভেট এজেন্সি। হেমন্ত সোরেন নির্দোষ ছিলেন। 

Adddd