নিজস্ব সংবাদদাতা : সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের জবাব নিয়ে ইন্ডিয়া জোট নেতাদের ওয়াকআউট প্রসঙ্গে শিবসেনা সাংসদ নরেশ মহাস্কে বলেন, "আপনি যখন কাউকে দোষারোপ করেন, তখন আপনার শোনার শক্তি এবং অভ্যাস থাকা উচিত। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের সাংসদরা যখন বাজেট নিয়ে প্রশ্ন তুলছিলেন, তখন নির্মলা সীতারামন তার উত্তর দিচ্ছিলেন। আপনার শোনার শক্তি থাকা উচিত...।"
/anm-bengali/media/media_files/K8CK6oHVmoksthLdobDK.jpg)