নতুন যুগের রাবণ রাহুল গান্ধী! বিজেপি, সঞ্জয় রাউত, তীব্র কটাক্ষ

রাহুল গান্ধীকে 'নতুন যুগের রাবণ' বলে আখ্যায়িত করেছে বিজেপি।

author-image
SWETA MITRA
New Update
jpg

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসসাংসদরাহুলগান্ধী (Rahul Gandhi)-কেনিয়েবিজেপি গতকাল বৃহস্পতিবার একটি টুইট করে। এই টুইট বার্তায় বিজেপি রাহুল গান্ধী 'নিউএজরাবণ' বা নতুন যুগের রাবণ বলে কটাক্ষ করে। এদিকে এই টুইট প্রসঙ্গেএবার গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) সাংসদসঞ্জয়রাউত (Sanjay Raut)। তিনিবলেন, "বিজেপি, নরেন্দ্রমোদীএবংঅমিতশাহরাহুলগান্ধীকেভয়পেতেশুরুকরেছেন।এটি২০২৪সালেরনির্বাচনেবিজেপিরপরাজয়নিশ্চিতকরে।রামরাবণেরমধ্যেযুদ্ধএইদেশেসংঘটিতহয়েছিল।রাবণএমনএকটিবিকৃতিযাবিজেপিরমধ্যেসবচেয়েবেশিবাসকরে।“ শুনুন তাঁর বক্তব্য...