নতুন সংসদ ভবনকে সেভেন স্টার হোটেলের সঙ্গে তুলনা নেত্রীর

নতুন সংসদ ভবনকে ঘিরে উত্তেজনায় টগবগ করে ফুটছে কেন্দ্রীয় সরকার।

author-image
SWETA MITRA
New Update
sqw.jpg

নিজস্ব সংবাদদাতাঃ শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) সাংসদপ্রিয়াঙ্কাচতুর্বেদী বড় মন্তব্য করলেন। তাঁর মন্তব্যকে ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে। তিনি নতুন সংসদ ভবনকে সেভেন স্টার হোটেলের সঙ্গে তুলনা করেছেন। তিনিবলেন, 'নতুনসংসদসাততারকাহোটেলেরমতোএকত্রিতহয়েছে।বিতর্ক, মতবিরোধ, আলোচনাএবংসিদ্ধান্ত, এইসবইসংসদীয়পদ্ধতিরঅংশ।এটাকেসাততারকাহোটেলবানিয়েকাজহবেনা।