১.৪২ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার, চোখ কপালে আধিকারিকদের

দেশে বিপুল পরিমাণে সোনা উদ্ধার হল।

author-image
SWETA MITRA
New Update
meghalaa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বড় ঘটনা ঘটে গেল দেশে। তল্লাশি করতে গিয়ে চোখ কপালে উঠল কাস্টমস ডিপার্টমেন্টের আধিকারিকদের।মেঘালয়ের (Meghalaya)ডিয়েংপাসোহরএকটিগাড়িথেকে২০টিসোনারবিস্কুট (২৩৩১.৮২গ্রামসোনা) বাজেয়াপ্ত করেছেশিলংকাস্টমস। এই ঘটনায়একজনকেগ্রেফতারকরাহয়েছে। এই সোনার মূল্য ১.৪২ কোটি টাকা।