New Update
/anm-bengali/media/media_files/2025/10/05/screenshot-2025-10-05-44-pm-2025-10-05-16-31-58.png)
নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের জেরে ভারি বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় শিলাবতী নদীর জল বেড়ে গুরুত্বপূর্ণ গ্রাম সড়ক যোজনার রাস্তায় উঠলো জল।বাঁকা থেকে মানিককুন্ডু যাওয়ার গুরুত্বপূর্ণ পিচ রাস্তা জলমগ্ন হবার ফলে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত।জলে ডুবে মানিককুন্ডু এলাকায় বিঘার পর বিঘা জমির ধান।ধান জলে ডুবে থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষকরা।এবারই প্রথম না,এবছর বর্ষায় শিলাবতী নদীর জলস্তর বাড়লেই প্রতিবারই একই সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার বাসিন্দাদের।স্থানীয় বাসিন্দাদের দাবি,এলাকায় শিলাবতী ও কেঠিয়া নদী রয়েছে,আগের বন্যায় দুই নদীর একাধিক জায়গায় বাঁধ ভেঙে গিয়েছিল।সেই বাঁধের অনেক মেরামত না হওয়ায় নদীর জলস্তর বাড়লেই সেই জল চাষের জমি হয়ে গ্রামে ও রাস্তার উপর দিয়ে বইতে থাকে।দ্রুত ভাঙা বাঁধ মেরামতের দাবি।
/anm-bengali/media/post_attachments/723c604a-eae.png)
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/04/the-rain-4-copy-3_page-0001-2025-10-04-23-47-13.jpg)
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/04/the-rain-4-copy-3_page-0001-2025-10-04-23-47-13.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us