প্রয়াত শিবু সোরেন, দল শোকে স্তব্ধ!

'তাঁর আত্মা শান্তিতে থাকুক এই কামনা করি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shibu soren

File Picture

নিজস্ব সংবাদদাতা: সকাল সকাল এলো মনখারাপের খবর। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেএমএম দলের প্রতিষ্ঠাতা শিবু সোরেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে শোক নেমে এসেছে দলের অন্দরে। 

এই প্রসঙ্গে দলের মুখপাত্র মনোজ পান্ডে এদিন বলেন, "ঝাড়খণ্ডের জন্য, এটি একটি যুগের সমাপ্তি। 'দেব তুল্য নেতা', আমাদের অভিভাবক, আমাদের ঈশ্বর, 'দিশোম গুরু' শিবু সোরেন আর আমাদের মধ্যে নেই। এটা অবিশ্বাস্য। তাঁর নেতৃত্বে এবং নির্দেশনায় দল এই মর্যাদা অর্জন করেছে। তিনি ঝাড়খণ্ডবাসীকে লড়াই করার শক্তি দিয়েছিলেন। তিনি আমাদের একটি কণ্ঠ দিয়েছেন। তাঁর আত্মা শান্তিতে থাকুক এই কামনা করি"।