নির্বাচনে হারলেই অজুহাত খোঁজে পরিবারতান্ত্রিক দলগুলি ! SIR-এর সমর্থনে বিরোধীদের তোপ দাগলেন শাহজাদ পুনাওয়ালা

কি তোপ দাগলেন শাহজাদ পুনাওয়ালা ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
shahzad.jpg

নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (SIR) নিয়ে দেশজুড়ে বিরোধীরা যখন প্রতিবাদে সরব, তখন পরিবারতান্ত্রিক দলগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি-র জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা। তিনি দাবি করেছেন, নির্বাচন কমিশন এই প্রক্রিয়া শুরু করেছিল কংগ্রেস নেতার দাবির ফলেই।

তিনি বলেন,''এই বিরোধীরা বিহারেও বলেছিল যে ভোটার তালিকা থেকে ২ কোটি মানুষের নাম মুছে দেওয়া হবে, কিন্তু এদের বুথ লেভেল এজেন্টরা (BLA) সুপ্রিম কোর্টে একটিও অভিযোগ দায়ের করেনি। এই মিথ্যা অভিযোগের কোনো সারবত্তা নেই।"

Eci

এরপর তিনি বলেন,''২০১৪ সালের আগে, যখন দেশে এসআইআর (SIR) হতো, তখন এই লোকেরা খুশি ছিল। এখন শুধু রাজনৈতিক স্বার্থে তারা বিরোধিতা করছে। সমাজবাদী পার্টির উচিত হবে না কংগ্রেসের দেখানো পথে চলা। নির্বাচনী প্রক্রিয়াকে শুদ্ধ করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। আসলে নির্বাচনে হারলেই শুধু অজুহাত খোঁজে কংগ্রেসের মতো পরিবারতান্ত্রিক দলগুলি।''