নিজস্ব সংবাদদাতা: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ-খুনের ঘটনাকে কেন্দ্র করে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা মুখ খুললেন।
/anm-bengali/media/post_attachments/bbf62b1a7c39381b2c8051d0cdcbb8385c907602a664bea86caefea71666b3d1.jpg)
শেহজাদ বলেন, 'আজ এটা স্পষ্ট যে আরজি কর ভিকটিমদের জন্য প্রতিবাদ করা জুনিয়র ডাক্তারদের অপমান ও হুমকি দেওয়া সহযোগ নয়, প্রয়োগ কারণ তৃণমূল নেতারা নিরবচ্ছিন্নভাবে অবস্থান করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছাত্রদের বিরুদ্ধে এই ভাষায় কথা বলছেন'।
/anm-bengali/media/media_files/geBApClxUttsjjM6EZ26.jpg)
এরপরেই এই বিজেপি নেতা বলেন, 'প্রতিবাদী ডাক্তার বা ভিকটিমদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মমতা নেই'।
/anm-bengali/media/media_files/6H4CZgXXm3phPuYy2IsV.webp)
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ফোঁস তো করতে পারেন' মন্তব্যকে কটাক্ষ করছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী এর সাফাই দিয়ে পাল্টা দাবি করেন যে কিছু প্রিন্ট, টিভি চ্যানেল ও ডিজিটাল মিডিয়াতে তাঁর মন্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে। সোজা দাবি করেন যে জুনিয়র ডাক্তারদের কোনও হুমকি দেখাননি তিনি। ছাত্র ও ছাত্রদের আন্দোলনকে তিনিও সমর্থন করেন বলে দাবি করেন। এরপরেই কেন করেছিলেন ‘ফোঁস’ মন্তব্য সেটা বোঝাতে গিয়ে তিনি স্বীকার করেন যে বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, 'ফোঁস করা শব্দবন্ধটি শ্রী রামকৃষ্ণ পরমহংসের একটি উদ্ধৃতি। দলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন, 'আমাকে অনেক গালাগাল দিয়েছে, অসম্মান করেছে। বলেছিলাম বদলা নয়, বদল চাই। কিন্তু আজ বলছি যেটা করার দরকার, সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না। যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারতে পারেন'।