New Update
/anm-bengali/media/media_files/AW02sB9NTb1m6iUh0iR2.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার দুর্গাপুর গণধর্ষণ কান্ড নিয়ে মমতা ব্যানার্জির সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি বলেন,''একটা মেয়েকে রক্ষা করার দায়িত্ব আপনার, এবং এটিই আপনার সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। অথচ এখানে বলা হচ্ছে যে মেয়েটির দোষ হল এই যে সে এত রাতে বাইরে গিয়েছিল। অবাক করার মতো বিষয় হল এই যে এই ঘটনায় কংগ্রেস দল সম্পূর্ণ নীরব।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/53GfdtVgwOuCvw6qiAw6.jpg)
এরপর তিনি বলেন,''আর জি কর কাণ্ডেও একই ঘটনা ঘটেছিল। আসলে পশ্চিমবঙ্গে আর 'মা-মাটি-মানুষ' নিরাপদ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নীতি এখন 'বেটি বাঁচাও' (Save the Daughter) নয়, বরং 'ধর্ষক বাঁচাও' (Save the Rapist)-এ পরিণত হয়েছে।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us