সংসদে নিরাপত্তায় ত্রুটি, কাঠগড়ায় অমিত শাহ

সংসদের নিরাপত্তা লঙ্ঘনের মামলার প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে, অভিযুক্ত দুই ব্যক্তি নীলম এবং আমোল।

author-image
SWETA MITRA
New Update
AMIT JAIPUR.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ঠিক যেন ২২ বছর আগের স্মৃতি ফিরে এল দেশে। আজ থেকে ২২ বছর আগে সংসদে চরম নিরাপত্তায় ত্রুটি দেখা দেয়। সেই সময়ে জঙ্গি হামলায় বহু মানুষের প্রাণ যায়। এদিকে আজ ফের একবার প্রশ্নের মুখে দাঁড়িয়েছে সংসদের নিরাপত্তা। আজ দুজন ব্যক্তি সংসদে ঢুকে স্লোগান দিতে থাকেন। আর এই ঘটনাকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের শশী পাঁজা। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘ব্রাভো! হামলার২২তমবার্ষিকীতেদু'জনব্যক্তিপার্লামেন্টেঝাঁপিয়েপড়তেসক্ষমহলেন।অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকনিয়ন্ত্রিতদিল্লিপুলিশতাদেরঅসাধারণস্তরের "সতর্কতার" জন্যএকটিপুরষ্কারপ্রাপ্য।এইস্পষ্টনিরাপত্তাত্রুটিরজন্যকাকেদায়ীকরাউচিত?”