মহুয়ার অসম্মান! গর্জে উঠলেন শশী

ভরা সংসদে মহুয়া মৈত্রকে একের পর এক প্রশ্ন। অসম্মানিত বলে মন্তব্য করলেন নদিয়ার সাংসদ। এবার আসরে শশী পাঁজা।

author-image
Pallabi Sanyal
New Update
aaaa

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : যা ঘটেছে তা ভয়ঙ্কর! এবার মহুয়া কাণ্ডে বিজেপি সাংসদদের বিরুদ্ধে উপভোগ করার অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, "সবাই জানে মহুয়া মৈত্রকে কী কী বিষয়ে উত্তর দিতে হবে। গতকাল এথিক্স কমিটিতে যা ঘটেছে তা ভয়ঙ্কর। সেখানে ছয়জন সদস্য ছিলেন যারা বিজেপির ছিলেন, এবং বাকিরা পাঁচজন বিভিন্ন বিরোধী দলের অন্তর্গত। প্রশ্নগুলি ভয়ঙ্কর ছিল। সাংসদ (মহুয়া মৈত্র) উঠে দাঁড়ালেন। বিজেপি সাংসদরা উপভোগ করছিলেন।য বাইরে আসার পর মহুয়া মৈত্র বললেন যে তাকে অসম্মান করা হয়েছে। এটি একটি নীতিশাস্ত্র কমিটি যার কোন নৈতিকতা নেই।"

hiren