শেয়ারবাজারে ফের পতন ! সেনসেক্স পড়লো ২৪২ ও নিফটি পড়লো ৫৪ পয়েন্ট

শেয়ারবাজারে লাল সংকেত।

author-image
Debjit Biswas
New Update
stock market

নিজস্ব সংবাদদাতা : আজ শুক্রবার দিনের প্রাথমিক লেনদেনে শেয়ারবাজারে বেশকিছুটা পতন লক্ষ্য করা গেছে। আজ সেনসেক্স ২৪২.২৪ পয়েন্ট কমে ৮০,৩৮১.০২-এ নেমে এসেছে। একই সময়ে নিফটি ৫৪.৮৫ পয়েন্ট হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ২৪,৫৪১.৩০-এ। শেয়ারবাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এই পতনের মূল কারণ।

sharemarket