Narednra Modi : নরেন্দ্র মোদীর উত্তরসূরি সম্পর্কে মিলল আভাস !

দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর (PM Narednra Modi) উত্তরসূরি কে? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। বছরখানেক আগে এনসিপি (NCP) প্রধান শরদ (Sharad Pawar) পাওয়ারের নামে জোর জল্পনা চলেছিল।

author-image
Pritam Santra
23 May 2023
Narednra Modi : নরেন্দ্র মোদীর উত্তরসূরি সম্পর্কে মিলল আভাস !

নিজস্ব সংবাদদাতাঃ দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর (PM Narednra Modi) উত্তরসূরি কে? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। বছরখানেক আগে এনসিপি (NCP) প্রধান শরদ (Sharad Pawar) পাওয়ারের নামে জোর জল্পনা চলেছিল। এবার তিনি নিজেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী পদ প্রার্থী সম্পর্কে দিয়েছেন আভাস। প্রশংসা করেছেন রাহুল গান্ধীর (Rahul Gnadhi)। শরদ পাওয়ার বলেছেন, "কর্ণাটক (Karnataka) বিধানসভা নির্বাচনের (Election) ফলাফল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পদযাত্রার সর্বোত্তম উদাহরণ। রাহুল গান্ধী সম্পর্কে যে যাই বলুক না কেন, আমি নিশ্চিত মানুষ রাহুল গান্ধীর আদর্শকে শক্তিশালী করবে।"