/anm-bengali/media/media_files/rWLPIbUHczXuiK94H3Qo.jpg)
File Pic
নিজস্ব সংবাদদাতাঃ একরাতেই যেন মৃত্যু নগরীতে পরিণত হয়েছে বালেশ্বর। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অভিশপ্ত করমণ্ডলের বহু কামরা। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ২৬১ জনের মৃতদেহ। আহত ৯০০-র বেশি। এই ভয়াবহ দুর্ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু প্রধানমন্ত্রী নন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সব রাজ্যের নেতা-মন্ত্রীরা এই ঘটনায় তদন্তের আহ্বান জানান। এবার এই বিষয়ে মুখ খুললেন এনসিপি সভাপতি শরদ পাওয়ার।
তিনি বলেন, "এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সবার দাবি অনুযায়ী দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করা হোক।"
Maharashtra | NCP President Sharad Pawar speaks on the #OdishaTrainTragedy, says, "This is a very unfortunate incident. Everyone's demand is to conduct a detailed probe into the accident case." pic.twitter.com/QCvHS5J1Xx
— ANI (@ANI) June 3, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us