NCP vs NCP: এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ শরদ পাওয়ার

নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শরদ পাওয়ার গোষ্ঠী।

New Update
n,n

file pic

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের নেতৃত্বাধীন দলকে প্রকৃত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি হিসেবে স্বীকৃতি দেওয়ার নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার অর্থাৎ আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বর্ষীয়ান নেতা শরদ পাওয়ার।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় আইনজীবী অভিষেক জেবরাজের মাধ্যমে শরদ পাওয়ার তার ব্যক্তিগত ক্ষমতায় এই আবেদনটি দায়ের করেছিলেন।

add 4.jpeg

সূত্রে খবর, এর আগে অজিত পাওয়ার গোষ্ঠী আইনজীবী অভিকল্প প্রতাপ সিংয়ের মাধ্যমে একটি ক্যাভিয়েট দাখিল করেছিল যাতে নিশ্চিত করা হয় যে শরদ পাওয়ার গোষ্ঠী শীর্ষ আদালতে গেলে তাদের পক্ষে কোনও একপাক্ষিক আদেশ পাস করা হবে না।

স্ব

প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ঘোষণা করে যে অজিত পাওয়ার গোষ্ঠীই আসল এনসিপি, যা দলের প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারকে বড় ধাক্কা দেয়। নির্বাচন কমিশন অজিত পাওয়ারের নেতৃত্বাধীন গোষ্ঠীকে এনসিপি প্রতীক 'ঘড়ি' বরাদ্দ করেছিল।

স

স