১০ হাজার টাকা দিয়ে ভোট কেনা হয়েছে ! এবার নির্বাচনের ফলাফল নিয়ে বড় অভিযোগ করলেন শরদ পাওয়ার

কি বড় অভিযোগ করলেন শরদ পাওয়ার ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
sharad.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার বিহার বিধানসভার নির্বাচনের ফলাফল নিয়ে এক বড় অভিযোগ করলেন শরদ পাওয়ার।

sharad ajit pawar.jpg

তিনি বলেন,''আজকের খবরের শিরোনাম বলছে যে এনডিএ (NDA) মহিলাদের ১০,০০০ টাকা দিয়েছে, আর সে কারণেই তাদের জয় হয়েছে। নির্বাচনের ঠিক আগে ১০,০০০ টাকা করে দেওয়া এক প্রকারের দুর্নীতি। এই কাজটি করেছে রাজ্যের সরকার। এরফল তারা পেয়েছে। আমরা তা মেনে নিচ্ছি।”