/anm-bengali/media/media_files/2025/10/11/taliban-minister-and-s-jaishankar-2025-10-11-11-30-44.png)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক সম্মেলনে নারী সাংবাদিকদের অনুপস্থিতির বিষয়টি নিয়ে এবার এক তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেত্রী শামা মহম্মদ। তিনি প্রশ্ন তোলেন, নারীদের প্রতি বিরুদ্ধ মনোভাবাপন্ন একটি দেশের বিদেশমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ জানানো উচিত ছিল কিনা।
তিনি বলেন,''আফগানিস্তান নামের যে দেশটি সরাসরি পুরুষদের দ্বারা পরিচালিত এবং যারা প্রকাশ্যেই নারীদের বিরুদ্ধে, সেই দেশের বিদেশমন্ত্রীকে আমাদের আমন্ত্রণ জানানো উচিত হয়নি। তারা নারীদের স্কুলে যেতে দেয় না, স্বাস্থ্যসেবা পেতে দেয় না। তাদের সেখানে কোনও অধিকার নেই। আমাদের কূটনীতি কি এখন এত নিচে নেমে গেছে যে আমাদের তাঁকে আমন্ত্রণ জানাতে হচ্ছে ? বিষয়টি আমার বোধগম্য নয়।"
এরপর তিনি ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, "ভারত সরকার কেন তাদের (আফগানিস্তান কর্তৃপক্ষের) সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করল না এবং বলল না যে, 'শুনুন, আমাদের নারী সাংবাদিকরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন ?"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us