/anm-bengali/media/media_files/SvbBxfq43AE75qcU32hc.jpg)
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার আসন্ন নির্বাচনে পরাজয়ের ভয়ে, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR) নিয়ে নাটক করার অভিযোগ তুললেন বিজেপি নেতা সৈয়দ শাহনওয়াজ হুসেন। একই সঙ্গে মুর্শিদাবাদের তৃণমূল বিধায়কের বিতর্কিত 'বাবরি মসজিদ' মন্তব্যের জেরে তিনি তৃণমূলের 'বাবরের প্রতি ভালোবাসার' কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন।
তিনি বলেন,''আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে বিদায় নেওয়ার পথে রয়েছেন। তাই তিনি SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে আসল বিষয়গুলি থেকে নজর ঘোরাচ্ছেন। বাংলার ভোটাররা এই নাটক ভালোভাবেই বোঝেন এবং অবশ্যই এর উপযুক্ত জবাব দেবেন।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/g22jUiqQ0aRnfZ5wDj7h.jpg)
এরপর তিনি আরও বলেন,''যদি তৃণমূলের কোনও বিধায়ক মসজিদ তৈরিই করতে চান, তবে সেটি কবিরের নামে বা তাঁর বাবার নামে করা হোক। কিন্তু কেন বাবরের নামে হবে ? তাঁদের কাছে বাবর কে ? তৃণমূল কেন বাবরের প্রতি এত ভালোবাসা দেখায় ?"
#WATCH | Delhi: On WB CM Mamata Banerjee's statement, BJP leader Syed Shahnawaz Hussain says, "... Mamata Banerjee is soon going to face an exit in the upcoming elections in Bengal. She is diverting from real issues by alleging the Election Commission over the SIR. Bengal voters… pic.twitter.com/gFlNARi6BK
— ANI (@ANI) November 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us