গ্রেফতার হওয়ার আগেই আমি পদত্যাগ করেছিলাম ! কংগ্রেসকে ইতিহাস স্বরণ করালেন শাহ

ফের কংগ্রেসকে একহাত নিলেন শাহ।

author-image
Debjit Biswas
New Update
amit shah.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ সংসদে বিতর্ক চলাকালীন কংগ্রেসের এক নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ব্যক্তিগত আক্রমণ করার চেষ্টা করেন। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই একটি বিস্ফোরক টুইট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ একটি টুইট বার্তায় তিনি লেখেন,''আজ সংসদে কংগ্রেসের একজন নেতা আমার সম্পর্কে একটি ব্যক্তিগত মন্তব্য করেছেন, যে আমি নাকি মিথ্যা মামলায় গ্রেফতার হওয়ার পরেও পদত্যাগ করিনি।''

এরপর অমিত শাহ কংগ্রেসকে মনে করিয়ে দেন, “আমি গ্রেফতার হওয়ার আগেই পদত্যাগ করেছিলাম এবং জামিনে বাইরে আসার পরেও, যতক্ষণ না আমি আদালত থেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি কোনও সাংবিধানিক পদ গ্রহণ করিনি। আমার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা আদালত এই বলে খারিজ করে দিয়েছিল যে, মামলাটি ‘রাজনৈতিক প্রতিহিংসা’ থেকে অনুপ্রাণিত।”

amit shahjk1.jpg

শাহ দাবি করেন যে, ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ (NDA) সর্বদা নৈতিক মূল্যবোধের পক্ষে। তিনি বলেন, “শ্রী লাল কৃষ্ণ আদবানিও শুধুমাত্র একটি অভিযোগের ভিত্তিতেই তার পদ থেকে পদত্যাগ করেছিলেন।” অমিত শাহ আরও বলেন, “কংগ্রেস  শ্রী লালু প্রসাদ যাদবকে বাঁচানোর জন্য অর্ডিন্যান্স এনেছিল, যার বিরোধিতা স্বয়ং শ্রী রাহুল গান্ধী করেছিলেন, আর সেই রাহুল গান্ধীই আজ পাটনার গান্ধী ময়দানে লালু প্রসাদ যাদবকে আলিঙ্গন করছেন। বিরোধী দলের এই দ্বিচারিতা দেশের জনগণ খুব ভালোভাবে বুঝতে পেরেছে।”