BREAKING: জঙ্গিদের চকলেটগুলিও পাকিস্তানের! "সিঁদুর" নিয়ে অজানা তথ্য দিলেন শাহ

সংসদে পি চিদাম্বরমের বক্তব্যের সমালোচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

author-image
Anusmita Bhattacharya
New Update
x

নিজস্ব সংবাদদাতা: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেস সাংসদ পি চিদাম্বরমের বক্তব্যের সমালোচনা করলেন আজ সংসদে। তিনি তাঁর বিরুদ্ধে সন্ত্রাসীদের রক্ষা করার অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, "আমাদের কাছে প্রমাণ আছে, যা আমি সংসদে উপস্থাপন করব। নিহত তিন জঙ্গির মধ্যে দুজনের ভোটার নম্বরও আমাদের কাছে রয়েছে। তারা পাকিস্তানি জঙ্গি ছিল। জঙ্গিদের পকেটে পাওয়া চকলেটগুলিও পাকিস্তানে তৈরি"। তিনি এরপর বলেন, "আজ কংগ্রেসের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী প্রমাণ চাইছেন"। এরই মাঝে সংসদে ফের হট্টগোল শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের ধৈর্য ধরতে বলেন ও দাবি করেন, "বক্তব্য সবে শুরু হয়েছে। আমি আপনাদেরকে ঘটনার সম্পূর্ণ বিবরণ দেব"।

p chidambaramm1.jpg