কর্ণাটকে ভয়াবহ বন্যা: ১০ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট, ক্ষতিপূরণে ২৫০০ কোটি টাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর

কালাবুরগি, বিডার, যাদগীর ও বিজয়পুরসহ ৮ জেলায় ৯৫% ফসলের ক্ষতি—তথ্য দিলেন সিদ্দারামাইয়া।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-01 12.02.31 AM

File Picture

নিজস্ব সংবাদদাতা: টানা বৃষ্টিপাত এবং মহারাষ্ট্র থেকে জল ছাড়ার ফলে কর্ণাটকের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া আজ আকাশপথে বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনের পর মন্ত্রিসভা, বিধায়ক ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতির পর্যালোচনা করেন।

তিনি জানান, কালাবুরগি, বিডার, যাদগীর ও বিজয়পুর জেলায় অন্তত ১১৭টি গ্রাম সংকটে পড়েছে। ইতিমধ্যেই ৮০টি ত্রাণকেন্দ্র খোলা হয়েছে। বন্যায় প্রায় ১০ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ৫ লক্ষ হেক্টরে সমীক্ষা শেষ হলেও বাকি এলাকার ক্ষয়ক্ষতির পর্যালোচনা চলছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে, বিজয়পুরা, বাগলকোট, যাদগীর, বিডার, রায়চূর, গাদাগ, কালাবুরগি ও ধারওয়াদ—এই আট জেলায় প্রায় ৯৫ শতাংশ ফসল নষ্ট হয়েছে।

তিনি আশ্বাস দিয়েছেন, “এনডিআরএফ এবং রাজ্য সরকারের যৌথ প্যাকেজ মিলিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ২০০০ থেকে ২৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সমীক্ষা শেষ হওয়া মাত্র ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে।”

বন্যাকবলিত এলাকায় এখনও উদ্ধার ও ত্রাণকার্য চলছে।