ভয়ানক পরিস্থিতি, মন্দিরে পদপিষ্ট হয়ে আহত বহু মানুষ

মন্দিরে পদপিষ্ট হয়ে আহত বহু মানুষ। হাসপাতালে ভর্তি অনেকে।

author-image
SWETA MITRA
New Update
podopis.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে (Karnataka) ভয়ানক ঘটনা ঘটে গেল। জানা গিয়েছে, আজ শুক্রবার কর্ণাটকেরহাসানম্বামন্দিরেপদদলিতহয়েবেশকয়েকজনআহতহয়েছেন।আলগাতারথেকেকয়েকজনলোকবৈদ্যুতিকশকপাওয়ারপরেপদদলিতহওয়ারসূত্রপাতহয়েছিলবলেজানাগেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।