New Update
/anm-bengali/media/media_files/TGPBzFIlcaG5xfQcPUVN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ অতি ভারী বর্ষণের জেরে হরিয়ানার গুরুগ্রামের বেশ কিছু অংশ জলমগ্ন। এলাকাতে জল জমে থাকার কারণে সমস্যায় পরেছেন সাধারণ মানুষ। জলের মধ্যে দিয়েই করতে হচ্ছে পারাপার। যার জেরে তা যান চলাচলেও সমস্যার সৃষ্টি করছে। ফলে ট্রাফিক জ্যামএর মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।
/anm-bengali/media/post_attachments/48fe57bc-347.png)
#WATCH | Haryana: Several parts of Gurugram waterlogged following heavy rainfall. Visuals from Hero Honda Chowk pic.twitter.com/9lQRUoZZbw
— ANI (@ANI) September 4, 2024
এ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, অতি বর্ষার কারণে জলমগ্ন হয়ে যাওয়া গোটা রাস্তায় দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনাও রয়েছে। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, অনেক সময়েই রাস্তা খানাখন্দে ভরে থাকার দরুণ, রাস্তার মাঝেই আটকে পড়ছে গাড়ি। এ ক্ষেত্রে আরও উল্লেখ্য যে, গতকাল গুরুগ্রামের নরসিংহপুর গ্রামে NH-48-এ একটি গাড়ি এবং বাস জলাবদ্ধ অবস্থায় আটকা পড়েছে।
এছাড়াও, গতকাল নরসিংহপুরের কাছে দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়ে, সেইসাথে সোহনা রোড, গলফ কোর্স এক্সটেনশন রোড, বাসাই, হিরো হোন্ডা চক, সাউদার্ন পেরিফেরাল রোড (এসপিআর), এবং সুভাষ চকেও প্রবল বৃষ্টির ফলে প্লাবিত হয়েছে রাস্তা। সমস্যার সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষদের।
উল্লেখ্য় যে, গতকাল মাত্র ৩০ মিনিট স্থায়ী হওয়া বৃষ্টির ফলে গুরগাঁওয়ের একটি আবাসিক এলাকা কার্যত সমুদ্রে পরিণত হয়েছে। শহরে বিলাসবহুল ফ্ল্যাট বাড়িগুলির পার্কিং লট, বেসমেন্ট সব প্লাবিত হচ্ছে। সুুতরাং, শহরের ড্রেনেজ ব্যবস্থায় কিছু ঘাটতি আছে বলে মনে করছে একাংশ।
What should we call this? River Facing or Sea Facing?
— Anushri Pawar (@Anushri_Pawar) September 4, 2024
This is the condition of Roads in front of 100 crores #Camillias and #Magnolias in #GolfCourseRoad in #Gurgaon
This is the condition of roads in just half an hour rain and ppl here will still buy flats in 100 crores👏👏 pic.twitter.com/CgIjyLlaBb
দেশের বিভিন্ন শহরের ড্রেনেজ ব্যবস্থাকে উন্নতমানের করা বাঞ্ছনীয় হয়ে উঠেছে। কেননা, বর্ষাকালে অল্প বৃষ্টিতেই রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে। যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ নিত্য যাত্রীদের। তাদের জলের মধ্যে দিয়েই পারাপার করতে হচ্ছে। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই যাতায়াতে সমস্যা হচ্ছে।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লি-এনসিআর জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা উত্তর ভারত জুড়েই আগামী কিছুদিন ভরা বর্ষণের পূর্বাভাস রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/post_attachments/0524a1e3-91f.png)
/anm-bengali/media/post_attachments/986b9ca83bbee6e9d0cc50165324f612799c53f51f588eeab4d213c0898653e8.jpg)
/anm-bengali/media/post_attachments/91fd968ff042b3fb80884e4ddc30b234c248f6ea5d31080dfa8c8ac3321acff7.jpg)
/anm-bengali/media/post_attachments/e6453250d63ca01fc2e0710f0a288e75e2351f3045fdb7369de64f6047619b9a.jpg?VersionId=.URUABFHMfLq2hDZfklCBPaJuXKa4fAr&size=690:388)