ব্রেকিং: এবার পোরবন্দর এক্সপ্রেস, উদ্বিগ্ন রেল

ফের শিরোনামে উঠে এল ভারতীয় রেল। এবার সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল পোরবন্দর এক্সপ্রেস। সিনিয়র ডিসিএম সুধীর কুমার সিং বলেন, "সময়ে সময়ে সারপ্রাইজ চেকিং করা হয়।"

author-image
SWETA MITRA
New Update
porbandar.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ট্রেনের প্যান্ট্রি কার থেকে একের পর এক নিম্নমানের জিনিস বাজেয়াপ্ত করল রেল। জানা গিয়েছে, উত্তর প্রদেশের মোরাদাবাদ রেলস্টেশনে পোরবন্দর এক্সপ্রেসের (Porbandar Express) প্যান্ট্রি কার থেকে বেশ কয়েকটি  নিম্নমানের পানীয় জলের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে।

 

সিনিয়র ডিসিএম সুধীর কুমার সিং বলেন, "সময়ে সময়ে সারপ্রাইজ চেকিং করা হয়। একজন কর্মী আমাদের এই ঘটনার কথা জানিয়েছেন। আমরা বিষয়টি আমলে নিয়েছি। স্থানীয় একটি ব্র্যান্ডের প্রায় ৮০ কার্টন বোতল পাওয়া গেছে এবং এটি বাজেয়াপ্ত করা হয়েছে। আরপিএফ এবং আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে।“