একই পরিবারের সাত সদস্যকে ধাক্কা দিলে গাড়ি- পরিবারে মৃত্যু মিছিল

একই পরিবারের সাত সদস্যকে ধাক্কা দিলে গাড়ি।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Accident

File Picture



নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর মাদুরাই জেলার উসিলামপট্টির কাছে কুঞ্জমপট্টিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে। রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি একই পরিবারের সাত সদস্যকে ধাক্কা দিয়েছে। ঘটনায় চারজন নিহত হয়েছে। পরিবারের বাকি তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

accident-1200x560_20201126095622.jpg