নিরাপত্তা বাহিনীর সাফল্য! নিহত শীর্ষ মাওবাদী নেতা

কে সেই নেতা?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের বিজাপুরে জেলার জাতীয় উদ্যান এলাকায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলি বিনিময়ে বরিষ্ঠ মাওবাদী ক্যাডার, কেন্দ্রীয় কমিটির সদস্য (সিসিএম) গৌতম উর্দু সুধাকর নিহত হয়েছেন। তল্লাশি অভিযানের সময় একটি AK-47 রাইফেল, প্রচুর পরিমাণে বিস্ফোরক দ্রব্য, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এই তথ্য দিলেন বস্তারের আইজি পি সুন্দররাজ। 

sudhakar