শুরুতেই ছেলে পিছিয়ে পড়েছে! কষ্ট হলেও মেনে নিলেন কংগ্রেস নেতা

কংগ্রেস নেতা ছেলেকে নিয়ে মুখ খুললেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
PTI4_29_2019_000228B.webp

নিজস্ব সংবাদদাতা: ছেলে ও দলীয় প্রার্থী নকুল নাথ প্রাথমিক প্রবণতায় পিছিয়ে রয়েছেন। এই নিয়ে মুখ খুললেন প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ।

Congress | Amid Kamal Nath's BJP switch speculation, his son Nakul Nath  drops Congress from social media bio - Telegraph India

কমল নাথ বলেছেন, "যা হওয়ার সেটাই হয়েছে, আমরা এটি পরীক্ষা করব"। কংগ্রেসের নির্বাচনী প্রবণতা সম্পর্কে তিনি বলেন, "হ্যাঁ, আমি দেখেছি দল ২১৪- এ এগিয়ে আছে। এটা ভালো। খবরে যা বলা হচ্ছে সেটাই। আমরা দেখব আসলে কী হয়"।