মহাকালেশ্বরের এই রূপ দর্শন আপনার দিন পবিত্রতম করে তুলবে, তাই এড়িয়ে গিয়ে পাপ বৃদ্ধি হতে দেবেন না- দেখুন ভব্য আরতি

মহাকালেশ্বর মন্দিরে সকালবেলার আরতি সম্পন্ন।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-06 8.52.46 AM

নিজস্ব সংবাদদাতা: আজ সকালে মধ্যপ্রদেশের উজ্জয়িনের মহাকালেশ্বর মন্দিরে ভক্তিভরে সম্পন্ন হলো নিয়মিত সকালবেলার আরতি। শিবভক্তদের উপস্থিতিতে ধূপ, দীপ, শঙ্খধ্বনি ও মন্ত্রোচ্চারণে মুখর হয়ে ওঠে প্রাচীন এই জ্যোতির্লিঙ্গ মন্দির প্রাঙ্গণ।

সকাল থেকেই ভক্তরা ভিড় জমাতে শুরু করেন, অনেকেই মহাদেবের আশীর্বাদ লাভের জন্য উপবাস ও প্রার্থনায় অংশ নেন। পূজারিরা শাস্ত্রবিধি মেনে মহাকালেশ্বরের আরাধনা করেন। মন্দির কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। উল্লেখ্য, মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। আপনাদের জন্য রইল এই ভব্য দৃশ্য-