ভয়াবহ পরিস্থিতি দর্শন, আর থাকতে পারলেন না, হাসপাতালে নবীন পট্টনায়েক

ওড়িশার রেল দুর্ঘটনার স্থান পরিদর্শন করেছেন নবীন পট্টনায়েক। বর্তমানে তিনি বালেশ্বর হাসপাতালে গিয়েছেন। 

author-image
Aniket
New Update
b

File Picture

নিজস্ব সংবাদদাতা: ওড়িশার বালেশ্বরে মৃত্যু মিছিল তৈরি হয়েছে। গতকাল সন্ধ্যায় করমণ্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস ও একটি মালগাড়ির মধ্যে সংঘর্ষে এখনও পর্যন্ত ২৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Image

এরপরেই দ্রুত বালেশ্বর হাসপাতালে গিয়েছেন তিনি। সেখানে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। আহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। ইতিমধ্যেই চিকিৎসা পরিষেবায় যাতে কোনও খামতি না হয় সেই বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করেছেন নবীন পট্টনায়েক। উল্লেখ্য দুর্ঘটনাস্থলে রয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। তিনিও পরিস্থিতি খতিয়ে দেখছেন।