সামনে মহাশিবরাত্রি, উপচে পড়তে পারে ভিড় ! জোরদার নিরাপত্তা ব্যবস্থা মহাকুম্ভে

মহাশিবরাত্রি স্নানের জন্য মহাকুম্ভে অতিরিক্ত নিরাপত্তা, নৌকা ও ডুবুরি মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত।

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
Mahakumbh

নিজস্ব সংবাদদাতা : ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে মহাকুম্ভে স্নানের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, জানালেন NDRF-এর DIG এম কে শর্মা। তিনি বলেন, "আমরা অতিরিক্ত নৌকা ও জনবল মোতায়েন করেছি। ডুবুরিরা সতর্ক অবস্থায় রয়েছে এবং জল পুলিশ, SDRF ও PAC-এর বন্যা ইউনিটের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করছে।" তিনি আশ্বস্ত করেন যে "পরিস্থিতি মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।"