বড় খবরঃ ড্রোনের মাধ্যমে অস্ত্র, টাকা পাচার রুখল নিরাপত্তা বাহিনী!

আবারও চাঞ্চল্যকর তথ্য দিল প্রতিরক্ষা মন্ত্রকের পিআরও। এই পিআরও-র তরফে জানানো হয়েছে, গত ১২-১৩ এপ্রিল মধ্যরাতে জম্মু ও কাশ্মীর (J&K)-এর রাজৌরির বেরি পট্টান এলাকায় নিয়ন্ত্রণ রেখায় আকাশপথে একটি সন্দেহজনক বস্তুর গতিবিধির খবর পাওয়া যায়।

author-image
SWETA MITRA
New Update
drone j&k.jpg

উদ্ধার হওয়া ড্রোন

নিজস্ব সংবাদদাতাঃ আবারও চাঞ্চল্যকর তথ্য দিল প্রতিরক্ষা মন্ত্রকের পিআরও। এই পিআরও-র তরফে জানানো হয়েছে, গত ১২-১৩ এপ্রিল মধ্যরাতে জম্মু ও কাশ্মীর (J&K)-এর রাজৌরির বেরি পট্টান এলাকায় নিয়ন্ত্রণ রেখায় আকাশপথে একটি সন্দেহজনক বস্তুর গতিবিধির খবর পাওয়া যায়। এরপরেই এলাকাটিকে নিরাপত্তারক্ষীদের তরফে দ্রুত ঘিরে ফেলা হয় এবং তল্লাশি অভিযান শুরু করা হয়। এরপর একটি ড্রোনের গতিবিধি ট্র্যাক করা হয়। ড্রোন থেকে পাঁচটি বোঝাই AK ম্যাগাজিন, কিছু নগদ টাকা এবং একটি সিলকরা প্যাকেট উদ্ধার করা হয়েছে। তল্লাশি অভিযান চলছে।