/anm-bengali/media/media_files/2025/11/16/screenshot-2025-11-am-2025-11-16-09-47-38.png)
নিজস্ব সংবাদদাতা: শ্রীনগরের নওগাম থানার কাছে গতকাল ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের পর গোটা বিস্ফোরণ এলাকা সিল করে দিয়েছে এফএসএল (ফরেন্সিক সায়েন্স ল্যাব) ও নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে, যা গোটা উপত্যকায় গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে।
/anm-bengali/media/post_attachments/d2bbab01-155.png)
আজ সকাল থেকেই ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে থেকে নমুনা সংগ্রহ করছে এবং বিস্ফোরণের প্রকৃতি ও উৎস নির্ধারণে কাজ করছে। একইসঙ্গে নিরাপত্তা বাহিনী এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে যাতে কোনও রকম বিঘ্ন না ঘটে এবং তদন্ত নির্বিঘ্নে সম্পন্ন হয়। বিস্ফোরণে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং কীভাবে ঘটনাটি ঘটল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
#WATCH | J&K: The blast area around Nowgam Police Station in Srinagar sealed by FSL and Security forces as investigation continues. 9 people died in the blast that occurred near the Nowgam Police Station premises. pic.twitter.com/JC0G8gFZjk
— ANI (@ANI) November 16, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us