/anm-bengali/media/media_files/2025/10/31/whatsapp-image-2025-10-31-at-2025-10-31-09-42-10.jpeg)
ANNAPURAN
নিজস্ব সংবাদদাতা : অন্নপূর্ণা বেস ক্যাম্পে আটকে পড়া মোট ১৬২ জন পর্যটককে উদ্ধার করল বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর (Disaster Management Unit) এবং সশস্ত্র পুলিশ বাহিনী। গত কয়েকদিন ধরে চলা তীব্র তুষারপাত এবং খারাপ আবহাওয়ার কারণে ম্যাগদি জেলার অন্নপূর্ণা বেস ক্যাম্পে বহু দেশি ও বিদেশি পর্যটক আটকে পড়েন। এরপর বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্যোগে হেলিকপ্টারের সাহায্যে পর্যটকদের একে একে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/31/whatsapp-image-2025-10-31-at-8-2025-10-31-09-41-43.jpeg)
এই অভিযান চলাকালীন প্রবল তুষারপাতের কারণে হেলিপ্যাডে বরফ জমে যায়। যারফলে উদ্ধারকার্য কিছুটা ব্যাহত হয়েছিল। কিন্তু সেই বরফ সরাতেও অত্যন্ত তৎপর ভূমিকা নেন সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা। সম্পূর্ণ বরফ পরিষ্কার করে হেলিকপ্টার অবতরণের পথ সুগম করেন তারা। ফলে এই উদ্ধার অভিযান আরও দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন হয়। সূত্রের খবর অনুযায়ী, উদ্ধার হওয়া অধিকাংশ পর্যটক শারীরিকভাবে একেবারে সুস্থ আছেন। তবে কয়েকজন ক্লান্তি ও ঠান্ডাজনিত কারণে সামান্য অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের আপাতত অন্নপূর্ণা অঞ্চলে যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এই এলাকায় এখনও আবহাওয়া অনিশ্চিত এবং এখানে তুষারধসের আশঙ্কা রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us