কড়া পদক্ষেপ, জারি ১৪৪ ধারা

রাঁচি (Ranchi) জেলা প্রশাসন রাজ্য সচিবালয়ের ২০০ মিটার ব্যাসার্ধসীমার মধ্যে ১৪৪ ধারা (section 144) জারি করেছে। বিজেপির (BJP) প্রতিবাদ কর্মসূচি এবং মঙ্গলবার 'সচিবালয় ঘেরাও' অভিযানের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

author-image
Pritam Santra
New Update
section 133

নিজস্ব সংবাদদাতা:  ঝাড়খণ্ডের (Jharkhand) রাঁচি (Ranchi) জেলা প্রশাসন রাজ্য সচিবালয়ের ২০০ মিটার ব্যাসার্ধসীমার মধ্যে ১৪৪ ধারা (section 144) জারি করেছে। রাজ্য সচিবালয় প্রকল্প ভবন নামেও পরিচিত। বিজেপির (BJP) প্রতিবাদ কর্মসূচি এবং মঙ্গলবার 'সচিবালয় ঘেরাও' অভিযানের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।