বড়দিন, বর্ষবরণে রাজ্যে ১৪৪ ধারা জারি, বেনিয়মে কড়া শাস্তি

১৪৪ ধারা জারি থাকবে শপিং মল, পানশালা, রেস্তরাঁ, হোটেল-সহ অন্যান্য জায়গায়।

author-image
Adrita
New Update
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বড়দিন এবং বর্ষবরণে বড় জমায়েত নয় উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে। ১০ দিনের জন্য সেখানে জারি করা হল ১৪৪ ধারা। ২৪ ডিসেম্বর, রবিবার থেকে এই নিয়ম জারি করছে লখনউ পুলিশ। চলবে ২ জানুয়ারি পর্যন্ত। না মানলে নেওয়া হবে কড়া পদক্ষেপ। 

hiring.jpg

লখনউ পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি, ১০ দিন লখনউতে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ‘‘ কোনও জায়গায় যা ধারণ ক্ষমতা, তার থেকে বেশি মানুষ জনকে টিকিট বা প্রবেশ করতে দেওয়া যাবে না। সেই অনুষ্ঠান কোনও প্রেক্ষাগৃহের ভিতরে হোক বা বাইরে, নিয়ম একই। হোটেল, শপিং মল, পানশালা, রেস্তরাঁ, অন্য জায়গায় শব্দ নিয়ন্ত্রিত রাখতে হবে, যাতে অন্যের সমস্যা না হয়। সেই দায়িত্ব বর্তাবে সেখানকার মালিক এবং আয়োজকদের উপর। ’’ বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, এই নিয়ম যাঁরা মানবেন না, তাঁদের ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা লঙ্ঘনের শাস্তি মিলবে। এই নোটিস হোটেল, পানশালা, শপিং মলের বাইরে লাগিয়ে রাখতে হবে এবং তা মেনে চলতে হবে।

hiren