ফের ১৪৪ ধারা জারি, থমথমে রাজ্য

উত্তরাখণ্ডের পুরোলায় জেলা প্রশাসন ১৫ জুনের মহাপঞ্চায়েত নিষিদ্ধ করেছে। শহরে ১৪৪ ধারাও জারি করা হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তাপ উত্তাপ বাড়ছে।

author-image
SWETA MITRA
New Update
144.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার শিরোনামে উঠে এল বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ড (Uttarakhand)। জারি হল ১৪৪ ধারা। উত্তর কাশীর ডিএম অভিষেক রোহিলা জানিয়েছেন, ‘পুরোলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।‘ জানা গিয়েছে, 'লাভ-জিহাদ' মামলায় পুরোলায় মহা পঞ্চায়েত আয়োজনের অনুমতি দিতে অস্বীকার করেছে জেলা প্রশাসন।

উত্তরাখণ্ডেরপুরোলায়জেলাপ্রশাসন১৫জুনেরমহাপঞ্চায়েতনিষিদ্ধকরেছে।শহরে১৪৪ধারাওজারিকরাহয়েছে।মহাপঞ্চায়েতেরজন্যপ্রশাসনেরকাছথেকেঅনুমতিচাওয়াহয়েছিলকিন্তুপ্রশাসনঅনুমতিদেয়নি।  বিশ্বহিন্দুপরিষদবজরংদলেরস্থানীয়নেতারাজানান, তাঁরাএইমহাপঞ্চায়েতেরদায়িত্বনিচ্ছেন।পুরোলাএবংঅন্যান্যজায়গায়কিছুপোস্টারএবংপুস্তিকালাগানোহয়েছে, যাতেমুসলিমদের১৫জুনেরআগেএলাকাখালিকরারআহ্বানজানানোহয়েছে।