File Picture
নিজস্ব সংবাদদাতা: আহমেদাবাদের সিভিক হাসপাতাল ফাঁকা করে দিচ্ছেন মেডিক্যালের পড়ুয়ারা। কেউ সুস্থ অবস্থায় তো কেউ আহত অবস্থাতেই খালি করে দিচ্ছেন ওই এলাকা। যারা চোখের সামনে মৃত্যু দেখেছেন, অত বড় দুর্ঘটনা দেখেছেন তারা এখনও ওই ট্রমার মধ্যেই রয়েছেন। হাসপাতালও একপ্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বারবার তাঁদের স্মৃতিতে ঘুরে ফিরে আসছে ওই ছবিই।
দ্বিতীয় বর্ষের আবাসিক চিকিৎসক, ডাঃ তরুণ এদিন এই প্রসঙ্গে বলেন, “আগুন খুব তীব্র ছিল। আমার ফ্ল্যাট থেকে বের হওয়া সম্ভব ছিল না, তাই আমি বারান্দা থেকে লাফিয়ে পড়েছিলাম। এভাবেই আমি বেঁচে গেলাম। আমরা এখনই বাড়ি যাচ্ছি না। আমরা যেখানেই থাকার জায়গা পাবো সেখানেই যাব। আমাদের কাছে সেই সময় প্রয়োজনীয় জিনিসপত্রও ছিল না। এখন আমরা ভিতর থেকে আমাদের জিনিসপত্র আনার সুযোগ পেয়েছি, তাই আপাতত আমরা এটাই করছি”।
#WATCH | #AirIndiaPlaneCrash | Ahmedabad | Second-year resident doctor, Dr Tarun, says, "The fire was very intense. It was not possible to get out of my flat, so I jumped from the balcony. That's how I survived. We are not going home right now. We will go wherever we get an… https://t.co/jnWlzayBegpic.twitter.com/ULaK8Zt3E9
— ANI (@ANI) June 13, 2025
/anm-bengali/media/post_attachments/67c95710-8dd.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us