BREAKING: সূচককে প্রভাবিত করে ৩৬,০০০ কোটি টাকার মুনাফা ! আমেরিকার ট্রেডিং প্ল্যাটফর্মের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল সেবি (SEBI)

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার আমেরিকার ট্রেডিং প্ল্যাটফর্ম জেন স্ট্রিট গ্রুপ এবং তাদের সহকারী সংস্থাগুলির ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করলো ভারতের মার্কেট রেগুলেটর সেবি (SEBI)। এই আদেশ অনুযায়ী, জেন স্ট্রিট গ্রুপ এবং তাদের সহকারী সংস্থাগুলি এখন শেয়ারবাজারে কোনও লেনদেন করতে পারবে না। এই বিষয়ে সেবি (SEBI) জানিয়েছে,''গত দুই বছরে ভারতের শেয়ারবাজারে ইনডেক্স ডেরিভেটিভ ট্রেড করে জেন স্ট্রিট এবং তাদের সহযোগী সংস্থাগুলি প্রায় ৩৬,০০০ কোটি টাকার মুনাফা করেছে। এই মুনাফা সূচককে প্রভাবিত করার মাধ্যমে অর্জিত হয়েছে বলে অভিযোগ।'' এছাড়াও সেবি (SEBI) আরও জানিয়েছে,''এই ধরনের কর্মকাণ্ড বাজারের স্বচ্ছতা এবং সঠিক কার্যপ্রণালীকে ক্ষতিগ্রস্ত করে। এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত এখনও চলছে।''

share market.jpg