সব আলোচনা শেষ, আসন রফা হয়ে গেল ইন্ডিয়া জোটের

জেকেএনসি এবং কংগ্রেস একসঙ্গে পাঁচটি আসনে লড়াই করবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স-এর সহ-সভাপতি ওমর আবদুল্লাহ এদিন বলেন, “কংগ্রেস এনসির তিনটি প্রার্থীকে নিঃশর্ত সমর্থনের আশ্বাস দিয়েছে। জেকেএনসি এবং কংগ্রেস একসঙ্গে পাঁচটি আসনে লড়াই করবে এবং একে অপরের জয় নিশ্চিত করবে। ফারুক আবদুল্লাহ এখানে নেই কারণ তিনি জম্মুতে আছেন এবং কংগ্রেসের দুই প্রার্থীর পক্ষে প্রচার করছেন। তবে আমরা এই ভাবেই কংগ্রেসকে সমর্থন জানাব”।

j

rahul gandhii th.jpg

Add 1